ঢাকা: সাভারে অর্ধকোটি টাকার হেরোইনসহ সাহীন নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে সাভারের পোড়াবাড়ি হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাহীন সাভারের পোড়াবাড়ি এলাকার মৃত মোহাম্মদ আলী'র ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামি সাহীনের লুঙ্গির কোটর থেকে ৪৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার বর্তমান মূল্য ৪৫ লাখ টাকা। এসময় নগদ অর্থও উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার ওসি মাইনুল ইসলাম জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্তের মাধ্যমে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম