আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সফল অস্ত্রপচারের পর পাবনার চাটমোহর উপজেলার জমজ কন্যা শিশু রাবেয়া ও রোকেয়া সুস্থ আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট চিকিৎসকরা। তবে রোকাইয়া এখনো ঝুঁকির মধ্যে রয়েছে।
শনিবার (১০ আগস্ট) সকালে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়।
সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট চিকিৎসরা দাবি করেছেন, পাবনার চাটমোহর উপজেলার মাথা জোড়া লাগানো জমজ কন্যাশিশু রাবেয়া ও রোকাইয়ার সফল অস্ত্রোপচারের মধ্য দিয়ে চিকিৎসা বিজ্ঞানে বাংলাদেশ আরো এগিয়ে গিয়েছে। মাথা জোড়া লাগানো জমজ বাচ্চার অস্ত্রোপচার বিশ্বে বিরল বলে জানান তারা। এছাড়া উপমহাদেশে এরকম অস্ত্রোপচার এটিই প্রথম বলে দাবি করেন চিকিৎসকরা।
এ সময় চিকিৎসারা জানান, রাবেয়া ভালো আছে। কথাও বলতে পারছে। তবে রোকাইয়ার এখনো ঝুঁকির মধ্যে রয়েছে। মস্তিষ্কের এমন সার্জারি এটি ১৭ নম্বর। এখানে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে সেটি চিকিৎসা বিজ্ঞানে প্রথম। আগামী ২-৩ মাসের মধ্যে রাবেয়া ও রোকাইয়া দুজনেই সুস্থ স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন চিকিৎসারা।
শুক্রবার (০২ আগস্ট) ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে এ অস্ত্রোপচার সম্পন্ন হয়। গত বুধবার (৩১ জুলাই) দিনগত রাত ১টা থেকে টানা ৩৩ ঘণ্টা সফল অস্ত্রোপচারের পর মাথা জোড়া লাগানো জমজ শিশু রাবেয়া ও রোকেয়া পৃথক করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম