
ইবি প্রতিনিধি।। বাংলাদেশে আইন শিক্ষা ব্যবস্থা একটি সনাতন শিক্ষা ব্যবস্থা। এতে ভূমি আইনের একটি কোর্স পড়ানো হয় মাত্র। আইন বিভাগে পড়াশোনা করে জজ, মেজিস্ট্রেট, উকিল তৈরি হচ্ছে ঠিকই। কিন্তু ভূমি সম্পর্কিত বিষয়গুলো না পড়ানোর কারণে তাদের এ বিষয়ে বিস্তারিত জানা কঠিন হয়ে পড়ছে। মাত্র একটি বিষয় পড়ে ভূমি আইনের ব্যপকতা বোঝা প্রায় দুষ্কর হয়ে পড়ে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার মতে, আমাদের দেশে প্রায় ৭৯ শতাংশ মামলা ভূমির সাথে সম্পর্কিত। সে অনুপাতে দক্ষ ব্যক্তি পাওয়া অনেকাংশে অসম্ভব হয়ে পড়েছে।
বিভাগের যাত্রা:
ভূমি বিষয়ক দক্ষ তৈরি করার লক্ষেই ২০১৫-১৬ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আইন ও ভূমি প্রশাসন’ নামে বিভাগটির যাত্রা শুরু হয়। একই বছর ১৯ এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ‘ভূমি ব্যবস্থাপনা ও আইন’ রুপে বিভাগটি জন্মলাভ করে। পরবর্তীতে ২০১৬-১৭ শিক্ষাবর্ষ হতে যাত্রা শুরু হয়। এছাড়াও ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট নামে বিভাগটি যাত্রা শুরু করে।
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) এই বিভাগ ২০১৫-১৬ শিক্ষাবর্ষে ‘ল্যান্ড ম্যানেজমেন্ট এন্ড এডমিনিস্ট্রেশন’ নামে বিভাগটি যাত্রা শুরু করে। এতে বি.এস.সি (ইঞ্জিনিয়ারিং) ডিগ্রি দেয়া হতো। কিন্তু, শিক্ষার্থীদের প্রবল আন্দোলনের মুখে ডিগ্রি পরিবর্তন করতে বাধ্য হয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বর্তমানে সেখানেও এলএল.বি (সম্মান) ডিগ্রি প্রদান করছে। এছাড়াও বিভাগের নাম পরিবর্তন করে ‘ল’ এন্ড ল্যান্ড এডমিনিস্ট্রেশন’ করা হয়েছে।
আইন এবং এই বিভাগের পার্থক্য:
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের পাঠ্য বিষয় ও আইন বিভাগের পাঠ্য বিষয়গুলো প্রায় একইরকম। এ বিভাগে আইনের বিষয়গুলোর পাশাপাশি ভূমি আইনে দক্ষ ব্যক্তি গড়তে ভূমি পরিচালনা ও ব্যবস্থাপনার সকল বিষয় পড়ানো হয়। এতে করে দেশে যেমন আইনবিদ তৈরি হবে পাশাপাশি ভূমি আইনে দক্ষ ব্যক্তিও গড়ে উঠবে।
এ বিভাগের শিক্ষার্থীরা কর্মজীবনে এসে বিচারপতি, বিচারক, আইনজীবী, ব্যারিস্টার, লিগাল এডভাইজারসহ বিভিন্ন পেশায় নিয়োজিত হতে পারবে। এছড়াও তারা ভূমির যথাযথ ব্যবস্থাপনা, পরিচালনা, নীতি নির্ধারণ সহ বিভিন্ন জরিপে অবদান রাখতে পারবে।
পাচ্ছেন অতিরিক্ত সুবিধা:
আইন বিভাগের শিক্ষার্থীরা যে ধরনের সুযোগ সুবিধা ভোগ করতে পারবে এ বিভাগের শিক্ষার্থীরাও একই সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। এ বিভাগের শিক্ষার্থীদের ভূমি মন্ত্রনালয়ে ব্যপক চাহিদা তৈরি হবে। অধিকন্তু এ বিভাগটি আইনী শিক্ষার তাত্ত্বিক জ্ঞান ও ভূমি ব্যবস্থাপনার ব্যবহারিক দাবি দু’-ই মেটাবে।
বিভাগটি সম্পর্কে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এক শিক্ষার্থী জানান, ‘এই বিভাগে পড়ার সুযোগ পেয়ে আমি গর্বিত। অদূর ভবিষ্যতে বিভাগটি ভর্তিচ্ছুদের প্রথম পছন্দ হয়ে দাঁড়াবে।’
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) এক শিক্ষার্থী জানান, ‘আইন শিক্ষার পাশাপাশি আমরা এ বিভাগে পড়ে ভুমি ব্যবস্থাপনার বিস্তারিত জানতে পারছি। এতে করে বাংলাদেশের ভূমি সংক্রান্ত মামলাগুলো সহজেই নিষ্পত্তি সম্ভব হবে।’