আক্কেলপুরে নৌর্কা মার্কার মেয়র প্রার্থী আলম চৌধুরী কে গণসংবর্ধনা
- প্রকাশের সয়ম :
শুক্রবার, ১৫ জানুয়ারি, ২০২১
-
৮৬
বার দেখা হয়েছে

আবু রায়হান,জয়পুরহাট।। আগামী ১৪ ফেব্রুয়ারি জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভার নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌর্কা মার্কার পদপ্রার্থী শহীদুল আলম চৌধুরী কে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সকল অঙ্গসংগঠনের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
১৫ জানুয়ারি বিকালে আক্কেলপুর কলেজ বাজার প্রাঙ্গণে উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোকসেদ আলী মাস্টারের সভাপতিত্বে গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জয়পুরহাট জেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব এ্যাডঃ এস.এম সোলায়মান আলী, পাঁচবিবি উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনিরুল শহীদ মুন্না, আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক আনোয়ারুল ইসলাম বাবলু, পৌর আওয়ামীলীগের সাবেক আহ্বায়ক আলহাজ্ব এনায়েতুর রহমান আকন্দ স্বপন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময়ে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র গোলাম মাহফুজ চৌধুরী অবসর এর সঞ্চলনায় উক্ত গণসংর্বধনা অনুষ্ঠানে আসন্ন আক্কেলপুর পৌর নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী শহীদুল আলম চৌধুরী তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জয়পুরহাট- ২ আসনের সাংসদ হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপনকে ধন্যবাদ জানিয়ে পৌরবাসীদের বিভিন্ন প্রতিশ্রুতি দিয়ে নৌর্কা মার্কার ভোট চেয়েছেন।
অনুষ্ঠানের শেষের দিকে আক্কেলপুর উপজেলা আওয়ামীলীগ,পৌর আওয়ামীলীগ, আওয়ামী যুবলীগ, ছাত্রলীগ ও আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব সহ বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষে থেকে নৌকার মেয়র প্রার্থী শহীদুল আলম চৌধুরী কে ফুলের তোড়া দিয়ে গণসংবর্ধনা দেওয়া হয়।
আমাদেরবাংলাদেশ.কম/সিয়াম
Please Share This Post in Your Social Media