জয়পুরহাট সংবাদদাতা।। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বিএনপি’র উদ্দেশ্যে বলেছেন, বিএনপির উন্নয়ন হচ্ছে হাওয়া ভবন তৈরি করে লুটপাট, সীমাহীন দুর্নীতি, বিশে^র কাছে বারবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া। আর বাংলাদেশের এমন কোন জনপথ নেই যেখানে শেখ হাসিনার উন্নয়ন বিদ্যুৎ থেকে রাস্তাঘাট দৃশ্যমান নয় এ কথা দেশে কেউ বলতে পারবেনা। বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ভিডিও কনফারেন্সে তিনি এসব কথা বলেন।
আক্কেলপুর মুজিবর রহমান সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন জেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট।
এ সম্মেলনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোকছেদ আলী মাস্টারের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, আ’লীগের সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগে দায়িত্বপ্রাপ্ত) এস, এম কামাল হোসেন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ রোকেয়া সুলতানা, জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা আ’লীগের সাবেক সভাপতি এ্যাড, সামছুল আলম দুদু। প্রধান বক্তা ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল।
২য় অধিবেশনে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম