প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২২, ২০২৫, ৯:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৭, ২০২০, ৭:৫৭ অপরাহ্ণ
আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মত বিনিময় সভা

জয়পুরহাট সংবাদদাতা।। জয়পুরহাটের আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি শ্রীঃ বিরেন চন্দ্র দাস এর সভাপতিত্বে ২৬ জুলাই বিকাল ৫ টায় আক্কেলপুর রেলগেট সংলগ্ন প্রেসক্লাব কার্যালয়ে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা
ডা: মোঃ নুরুল ইসলাম আকন্দ।
প্রতিষ্ঠা বার্ষিকি ও মত বিনিময় অনুষ্ঠানের সঞ্চালনা করেন আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি
মীর মোঃ আতিকুজ্জামান।
মত বিনিময় সভা শেষে আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে জি বাংলা টেলিভিশনের প্রধান উপদেষ্টা ডা: মোঃ নুরুল ইসলাম আকন্দ কে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন আক্কেলপুর উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি আব্দুর রহিম, সাধারন সম্পাদক নিরেন দাস, সহ-সাধারন সম্পাদক আবু রায়হান, উপজেলা প্রেসক্লাবের সদস্য উত্তম কুমার, চৈতন্য চ্যাটার্জী, শহিদুল ইসলাম সাবু, সাকিবুর রহমান সুমন, ইউসুফ আলী, জামাল হোসেন, শৈকত, আমিনুর রহমান, সুব্রত প্রমুখ।
উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী আনুষ্ঠানিকতার অংশ হিসেবে আক্কেলপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস, এম হাবিবুল হাসান, জয়পুরহাট চেম্বার অব কমার্সের সভাপতি ও রুকিন্দিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারমান আলহাজ্ব আহসান কবির এপ্লব, আক্কেলপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিয়াউল হক জিয়া ও আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল লতিফ খান কে ফুলের তোরা ও ক্রেস্ট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়েছে।
আক্কেলপুর উপজেলা প্রেসক্লাব ৩৬ পেরিয়ে ৩৭ বছরে পদার্পণ করায় উপজেলা প্রশাসন প্রেসক্লাবের সকল সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও এলাকার সার্বিক উন্নয়নে অগ্রনি ভূমিকা রাখায় শুভেচ্ছা জানিয়ে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম