আমাদেরবাংলাদেশ ডেস্ক।।বিশ্বজুড়ে করোনাভাইরাসে শনাক্তের সংখ্যা ২ কোটি ৩৫ লাখের বেশি ছাড়িয়েছে। এই পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৮ লাখ ১২ হাজারের বেশি মানুষের। সুস্থ হয়েছেন ১ কোটি ৫৯ লাখের বেশি মানুষ।
সোমবার আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে। আক্রান্ত ও মৃতের তালিকায় সবার উপড়ে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত ৫৮ লাখ ৭৪ হাজার ছাড়িয়েছে। না ফেরার দেশে পাড়ি জমিয়েছে এক লাখ ৮০ হাজার ৬০৪ জন। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় এই দেশটিতে মোট আক্রান্ত ৩৬ লাখ ৫ হাজার ৭৮৩ জন। মৃত্যু হয়েছে ১ লাখ ১৪ হাজারের বেশি। ৩১ লাখ ৫ হাজারের বেশি মানুষ আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ভারতে। লাশের মিছিলে যোগ দিয়েছে ৫৭ হাজার ৬৯২ জন।গেল ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনায় আক্রান্ত হয়েছেন আরও এক হাজার ৯৭৩ জন।
এ নিয়ে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৯৪ হাজার ৫৯৮ জনে। ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ৩৪ জন। ফলে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিন হাজার ৯৪১ জনে।