আমাদেরবাংলাদেশ ডেস্কঃ ঈদের দ্বিতীয় দিনেও নাড়ীর টানে রাজধানী ছাড়ছে নগরবাসী।
সড়ক, নৌ, রেলপথ ও আকাশ পথে পরিবার পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আজও তারা গ্রামের বাড়ি যাচ্ছেন। বিশেষ করে ঈদযাত্রায় যারা যানজট এবং ঝক্কি ঝামেলা পড়তে চাননি তারাই আজ ঢাকা ছাড়ছেন। সায়েদাবাদ বাসস্ট্যান্ডে গাড়ির অপেক্ষায় থাকা এক যাত্রী বলেন, ঈদের আগে ঝামেলা বেশি। তাই ঈদের পরের দিন যাচ্ছি। খুব সহজে যাওয়া যায়। অন্যদিকে রাজধানীর মহাখালী বাস টার্মিনালে গিয়ে দেখা গেছে, সকাল থেকেই যাত্রীরা এখান থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, টাঙ্গাইল, জামালপুর, বগুড়া, শেরপুরসহ বিভিন্ন স্থানে যাচ্ছেন।