আমাদেরবাংলাদেশ ডেস্ক।।করোনাভাইরাস পৃথিবীতে আজীবন থাকতে পারে। সেটা যে কোনো ধরনের হতে পারে। হয়তো রূপ বদলাতে পারে।
এমন দাবি করেছেন এক ব্রিটিশ বিজ্ঞানী।সরকারের জরুরি পরিস্থিতিতে বৈজ্ঞানিক পরামর্শ কমিটির সদস্য ওই বিজ্ঞানীর নাম স্যার মার্ক ওয়ালপোর্ট।তিনি দাবি করেছেন, এমন ক্ষেত্রে নিয়মিত বিরতিতে মানুষজনের টিকা নেওয়ার দরকার হতে পারে। ঘন জনবসতি আর ভ্রমণের কারণে ভাইরাস খুব দ্রুত ছড়িয়ে পড়তে পারে।
তিনি বলেন, করোনা নিয়ন্ত্রণ করতে হলে ”সারা বিশ্বের মানুষের জন্য টিকার ব্যবস্থা করতে হবে। কিন্তু করোনাভাইরাস গুটি বসন্তের মতো কোনো রোগ নয় যে, টিকা দিলেই চলে যাবে।তার দাবি, এটা এমন এক ভাইরাস যা কোনো না কোনো ভাবে আজীবন আমাদের সঙ্গে থেকে যাবে। আর অনেকটা নিশ্চিত করে বলা যায় যে, মানুষজনকে বার বার টিকা নিতে হবে। সুতরাং ফ্লুর মতো মানুষজনকে নিয়মিত বিরতিতে টিকা নিতে হবে।
স্যার মার্ক আরও বলেছেন, করোনাভাইরাস আবারও নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া সম্ভব। সেটা ঠেকাতে শুধুমাত্র লকডাউনের পরিবর্তে সুনির্দিষ্ট পদক্ষেপ নিয়ে এগোতে হবে।এরই মধ্যে ইউরোপিয় দেশগুলোয় আবারও করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে দেখা গেছে।
যেমন দেশ করোনাভাইরাস নিয়ন্ত্রণে সফল বলে মনে করা হয়েছিল, সেসব দেশেও নতুন করে রোগী শনাক্ত হচ্ছে।