আমাদেরবাংলাদেশ ডেস্ক।।তিন ম্যাচের টেস্ট সিরিজে স্বাগতিক ইংল্যান্ডের কাছে ১-০ ব্যবধানে হেরেছে পাকিস্তান। প্রথম ম্যাচে দারুণ খেলেও হারতে হয়েছে আযহার আলীদের। তবে বাকি দুই ম্যাচে কিছুই করতে পারেনি। যার খেসারত ১০ বছর পর ইংলিশদের কাছে সিরিজ হার।
সেসব আপাতত পেছনে ফেলে আগামীকাল শুক্রবার থেকে মাঠে নামতে হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে। তিন ম্যাচ সিরিজের সবকটা ম্যাচই অনুষ্ঠিত হবে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে। খেলা দেখাবে সনি সিক্স ও সনি সিক্স এইচডি।
ইংল্যান্ড: এউইন মরগ্যান (অধিনায়ক), মইন আলী, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), টম ব্যান্টন, স্যাম বিলিংস, টম কারান, জো ডেনলি, লুইস গ্রেগরি, ক্রিস জর্ডান, সাকিব মাহমুদ, ডেভিড মালান, আদিল রশিদ, জেসন রায়, ডেভিড উইলি
অতিরিক্ত: প্যাট ব্রাউন, লিয়াম লিভিংস্টোন, রিস টপলি
পাকিস্তান: বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতেখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওহাব রিয়াজ
আমাদেরবাংলাদেশ/রিফাত
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম