আমাদেরবাংলাদেশ ডেস্ক: আজ সোমবার বিশ্ব বাঘ দিবস (২৯ জুলাই)। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালন করা হচ্ছে দিবসটি। এ অবস্থায় সুন্দরবনে হুমকিতে রয়েছে রয়েল বেঙ্গল টাইগার। তবে আশার কথা গত তিন বছরে সুন্দরবনে বেড়েছে আটটি বাঘ। বসবাসের ঝুঁকি কমাতে পারলে আরো বাড়বে সুন্দরবনের বাঘের সংখ্যা; এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।
বন কর্মকর্তারা বলছেন, বাঘ রক্ষার পাশাপাশি বাঘের হামলায় আহত নিহতের সহায়তায় উদ্যোগ নেয়া হয়েছে। সরকারের নেয়া নানা উদ্যোগ আর পরিকল্পনায় দিন দিন বাড়বে সুন্দরবনের বাঘ এমনটাই প্রত্যাশা সবার।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম