আমাদেরবাংলাদেশ ডেস্ক।। আজ ভারতের ৭৪তম স্বাধীনতা দিবস। করোনা মহামারির মধ্যেই স্বাস্থ্যবিধি মেনে কড়া নিরাপত্তায় দিল্লির রেড ফোর্টে দিবসটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এ সময় স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি। পরে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে করোনা মহামারিতে লড়াই করা যোদ্ধাদের প্রতিও শ্রদ্ধা জানান মোদী। পাশাপাশি সবাইকে ধৈর্য ধরে মহামারি মোকাবিলার আহ্বান জানান ভারতের প্রধানমন্ত্রী।
মহামারির কারণে গণজমায়েত নিয়ন্ত্রণে রাখতে এবার কমানো হয়েছে লালকেল্লার অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির সংখ্যা। কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, তাদের পরিবার, আমলা ও সাধারণ মানুষ মিলিয়ে এ বছর ৪ হাজার জনকে পাঠানো হয়েছে আমন্ত্রণপত্র। এছাড়াও স্বাধীনতা দিবসকে ঘিরে ভারতজুড়ে নেয়া হয়েছে কড়া নিরাপত্তা।
(আমাদেরবাংলাদেশ.কম/রিফাত)