আমাদেরবাংলাদেশ ডেস্ক।।তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে পাকিস্তান।ম্যানচেস্টারের ওল্ডট্রাফোর্ড স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সোয়া ৭টায়।
সরাসরি সম্প্রচার করবে সনি সিক্স। করোনায় খণ্ডকালীন অনাকাঙ্ক্ষিত বিরতির পর টানা সিরিজ খেলে চলেছে ইংল্যান্ড। দারুণ ফর্মে রয়েছে দলটি। টি-টোয়েন্টিতে এউইন মরগ্যান, জনি বেয়ারস্টো, টম ব্যান্টনদের ব্যাটিং শক্তি পাকিস্তানের চেয়ে কিছুটা হলেও এগিয়ে রাখবে স্বাগতিকদের।
অন্যদিকে ইংলিশদের কাছে টেস্ট সিরিজে বাজেভাবে হেরেছে পাকিস্তান। সিরিজের প্রথম টি-টোয়েন্টিও ভেসে গেছে বৃষ্টিতে। তাই জয়ের জন্য মরিয়া সফরকারীরা।অন্তত সংক্ষিপ্ত সংস্করণের সিরিজটা জিতে দেশে ফিরতে চায় বাবর আজমের দল।
নিজেদের মধ্যে সবশেষ ৫ ম্যাচের দুটিতে জয় ইংল্যান্ডের। এক ম্যাচ জিতেছে, পাকিস্তান। এক ম্যাচ ড্র, আর ফলাফর হয়নি, এক ম্যাচে।
আমাদেরবাংলাদেশ/রিফাত