সিলেট প্রতিনিধি।। নগরবাসীর প্রাথমিক সেবা নিশ্চিতকরণে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) বিভিন্ন ওয়ার্ডে নয়টি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু হচ্ছে। ইউনিসেফের সহযোগিতায় সিসিকের নিজস্ব ব্যবস্থাপনায় এসব প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র পরিচালিত হবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে জানিয়েছেন গতকাল সোমবার সিলেট সিটি করপোরেশন গণসংযোগ দফতর থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
এতে বলা হয়েছে,সিসিকের ৭ নম্বর ওয়ার্ডের পশ্চিম পীরমহল্লা,১০ নম্বর ওয়ার্ডের ঘাসিটুলায় মদিনা হাউজিং,১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়া ও ২৫ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খোজারখলায় মঙ্গলবার প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু হবে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী আজ বেলা ১১টায় সিসিকের ১৯ নম্বর ওয়ার্ডের দপ্তরিপাড়ায় প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র উদ্বোধন করবেন। একই দিনে অপর তিনটি স্বাস্থ্যকেন্দ্রের কার্যক্রম চালু করা হবে। এছাড়া পরবর্তীতে নগরের বিভিন্ন জায়গায় আরও পাঁচটি প্রাথমিক স্বাস্থ্যসেবা কেন্দ্র চালু করা হবে।
আমাদেরবাংলাদেশ.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম