আমাদেরবাংলাদেশ ডেক্স :
সুমাইয়া প্রত্যুষ আলো পড়েছে চোখে চোখ মেলে তাকাও,
আগামী আজ ডেকেছে তোমায় হাত বাড়িয়ে দাও !
জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন, ভালোবাসায় ভরে উঠুক সুমাইয়ার শুভ জন্মদিন !
ফুলেরা ফুটেছে হাসি মুখে বাড়ছে ভ্রমরের গুঞ্জন,
পাখিরাও গাইছে নতুন সুরে জানাতে সুমাইয়ার অভিনন্দন !
নদীতে বইছে খুশির জোয়ার বাতাসে সুবাসিত কলরব,
সুমাইয়াকে নিয়েই মাতামাতি আজ সুমাইয়ার জন্যই সব !
জীবনে হও অনেক বড় পৃথিবীকে করো ঋণী,
গাইবে সবাই সুমাইয়ার জয়গান রাখবে মনে চিরদিনি।
জীবন হোক ছন্দময় স্বপ্নগুলো রঙিন,
ভালোবাসায় ভরে উঠুক সুমাইয়ার শুভ জন্মদিন !