খেলাধুলা ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ডাবলিনে খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায়। প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আত্মবিশ্বাসী মাশরাফি বাহিনী। এই ম্যাচে স্বাগতিকদের হারিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখতে চায় বাংলাদেশ। অন্যদিকে, প্রথম ম্যাচ হারায় কিছুটা চাপে থাকবে আয়ারল্যান্ড।
ত্রিদেশীয় সিরিজে ভালো শুরুর সঙ্গে কন্ডিশন জয় করাটাইতো চ্যালেঞ্জ ছিলো মাশরাফিদের। সে যাত্রায় সফল বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের সাথে জয়টা এসেছে হেসে খেলে। যে দলটা আয়ারল্যান্ডকে রান বন্যায় ভাসিয়েছে—সে দলটাকেই মাটিতে নামিয়েছে মাশরাফি-সাকিবরা। এমন জয়ে পরের ম্যাচগুলোর পাশাপাশি আসন্ন বিশ্বকাপে আত্মবিশ্বাস যোগাবে বাংলাদেশকে।
ক্যারিবিয়দের বিপক্ষে এমন দাপুটে জয় স্বাগতিকদের বিপক্ষেও টেনে আনতে চায় টাইগাররা। ব্যাটিং নির্ভার বাংলাদেশ প্রত্যাশিত জয় চায় এই ম্যাচেও। যদিও আইরিশদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের ফলাফলটা নিজেদের পক্ষে নিতে পারেনি বাংলাদেশ।
অবশ্য পরিসংখ্যান কথা বলছে মাশরাফিদের পক্ষেই। দু’বছর আগে ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ডের মোকাবেলা করেছে স্টিভ রোডসের শীর্ষরা। যেখানে আইরিশদের বিপক্ষে দুটি ম্যাচ খেলেছে বাংলাদেশ। একটি ম্যাচ পরিত্যাক্ত হলেও, অপর ম্যাচে ৮ উইকেটের বড় জয় পায় টাইগাররা। ওই টুর্নামেন্টের অন্য প্রতিপক্ষ নিউজল্যান্ডের বিপক্ষেও জয় ছিলো বাংলাদেশের।
এছাড়া অতীতের পরিসংখ্যানেও এগিয়ে মাশরাফিরা। দু’দলের মোট ৯ বারের দেখাতে ৬ টিতেই জিতেছে লাল সবুজের প্রতিনিধিরা। দুই হারের বিপরিতে অপর ম্যাচটি হয়েছে পরিত্যক্ত। তবে, পরিসংখ্যানে আস্থা নেই মাশরাফিদের। মাঠের লড়াইয়ে এগিয়ে ফাইনালে এক পা দিয়ে রাখতে চায় টাইগাররা।
অন্যদিকে, ক্যারিবিয়দের কাছে বড় হারে ফাইনালের স্বপ্ন কিছুটা ক্ষীণ স্বাগতিক আয়ারল্যান্ডের। তাই এই ম্যাচে জয় চাই আইরিশদের। টাইগারদের বিপক্ষে সেটা কঠিন হলেও, ঘরের মাঠ হওয়ায় কিছুটা আশাবাদী হতে পারে স্বাগতিকরা।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম