ঢাকা।। বিশ্বজুড়ে করোনার মহামারিতে আতঙ্কিত সবাই। এই সময়ে সহায়তার আহ্বান জানিয়েছেন পাকিস্তানি সঙ্গীতশিল্পী আতিফ আসলাম। নিজে আজান দিয়ে তা রেকর্ড করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করছেন তিনি। আজানের ভিডিওর সঙ্গে উর্দুভাষায় সাবটাইটেলও দিয়েছেন আতিফ আসলাম।
তার আজানের সৌন্দর্য অস্বীকার করার যেমন উপায় নেই, তেমন সামাজিকমাধ্যমেও তা ঝড় তুলেছে। ভক্তরা জানিয়েছেন, আতিফের কণ্ঠে আজান শুনে তাদের চোখে পানি এসে গেছে। অস্থিরতা অনুভব করেছেন।-খবর ডন
https://youtu.be/OUP-YT0Dkj8
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম