আত্মসুদ্ধি: মফিজুল ইসলাম,পিপিএম
আমার দোষ ধরা পড়ে
অন্য লোকের চোখে,
বাহ্য পূজারী লোকেরা
নিজের দোষ অন্বেশন না করে
অন্যের দোষ দেখে।।
যদি প্রত্যেক লোকে
নিজের দোষ নিজে দেখতে পাইত
তবে কি লোকে দোষ সংশোধনে
অবসর থাকিত???
দোষ ত্রুটির উর্ধ্বে কোন মানুষ নয়
দোষে গুনেই মানুষ হয়,
দোষ-ত্রুটি অনুভব করা ব্যক্তিরাই
মর্যাদাবান ও উত্তম মানুষ হয়।
পরিশেষে বলি
হইও না আত্মদর্শী নিজের গুন-গরিমার
আত্ম অহংকারে ধ্বংস হবে
জীবন হবে চুরমার।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু