আত্মহনন: মফিজুল ইসলাম,পিপিএম
পৃথিবীতে একমাত্র প্রানী
যে কিনা সৃষ্টির সেরা বলে খ্যাত
অথচ সেই প্রানীই
নিজের প্রানকে করে হরণ
এটা কি নিছক
নাকি রয়েছে যথেষ্ট কারন
ছোট-বড়, ধ্বনি-গরীব
কেউ যায় নি বাদ
যুগে যুগে রয়েছে তার উদাহরণ।।
কিন্তু কেন?
আত্মহনন মহা পাপ
আয়াত নাজিলের আগে
পৃথিবীর শ্রেষ্ঠ মানবও
মনোভাব করেছিলেন তিনি
স্রষ্টার দিদারে বঞ্চিত হয়ে
পাহাড়ের চুড়ায় উঠে আকাশ পানে
চেয়ে চেয়ে না পেয়ে
নিজেকে ধিক্কার দিতেন যিনি।।
ইসলাম দিয়েছে ধৈর্যের শিক্ষা
শ্রেষ্ঠ মানব মুহাম্মদ (সঃ)
দিয়েছেন তিনি দীক্ষা
তাহার দীক্ষায় দীক্ষিত হয়ে
সোনালী যুগের হয়েছিল রচনা,
সেই শ্রেষ্ঠ মানুষ আজ
ধৈর্য হারিয়ে, প্রানকে করে হরণ
সমাজে হয় হেয় প্রতিপন্ন
স্রষ্টার কাছে পায় ভৎসনা।।
এসো সচেতন হই
অন্যকে করি সচেতন
ধৈর্যের সাথে জীবন গড়ে
ঘৃনা করি আত্মহনন।।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম