বিশেষ প্রতিনিধি:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রথম অধিবেশনের প্রথম প্রশ্নউত্তর পর্বে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন " আদালতের রায় পেলেই জামায়তকে নিষিদ্ধ করা হবে"
আজ ৬ ফ্রেব্রুয়ারী বাংলাদেশ তরিকত ফেডারেশনের সভাপতি নজিবুল বশর মাইজভান্ডারির এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এ কথা জানান। নজিবুল বশর জানতে চান,নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হওয়া জামায়তে ইসলামীকে নিষিদ্ধ করা হবে কিনা জবাবে প্রধানমন্ত্রী বলেন "আদালতের রায় পেলেই ব্যবস্থা,এ সময় তিনি স্বাধীনতা বিরোধীদের ভোট না দেওয়ায় দেশবাসীকে ধন্যবাদ জানান। অন্যদিকে সংসদ সদস্য মাহফুজুর রহমানের এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন " গত ১০ যে উন্নয়ন হয়েছে, মানুষ তার সুফল পাচ্ছে বলেই আওয়ামীলীগে ভোট দিয়েছে,বিএনপি -জামায়াতের অতীত কোন সাফল্য না থাকায় তাদের ভরাডুবি হয়েছে। প্রধানমন্ত্রী আর জানান, ২০১৯ সালের মধ্যে পদ্না সেতুর কাজ শেষ করার লক্ষ্যে কাজ চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম