লালমনিরহাট সংবাদদাতা।। করোনা ভাইরাস এর প্রাদুর্ভাব জনিত কারণে লালমনিরহাটের আদিতমারীতে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য/সদস্যাদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার (১০ মে) দুপুরে আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে সামাজিক নিরাপত্তা দুরত্ব বজায় রেখে ৩শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী তুলে দেয়া হয়।
জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে আনসার ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে সারাদেশে দেড় লক্ষ পরিবারের খাদ্য সহায়তা বিতরণের অংশ হিসেবে আদিতমারীতে ৩শ পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে প্রত্যেক পরিবারকে ৫ কেজি চাল, ২ কেজি আলু, এক কেজি ডাল,এক লিটার তেল,এক কেজি পেঁয়াজ,একটি সাবান ও একটি করে মাস্ক দেয়া হয়।
খাদ্য সামগ্রী বিতরণকালে বক্তব্য রাখেন আদিতমারী উপজেলা আনসার ভিডিপি অফিসার মিঠুন চন্দ্র সেন, উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মুহাম্মদ মনসুর উদ্দিন ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস।
এসময় লালমনিরহাট সদর উপজেলা আনসার ভিডিপি অফিসার প্রণয় অধিকারী, হাতীবান্ধা উপজেলা আনসার ভিডিপি অফিসার আব্দুর রাজ্জাক, প্রশিক্ষক হুকুম আলী ও শিরিন আকতার উপস্থিত ছিলেন ।