লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে জোর পূর্বক জায়গা দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ওই জমিতে উভয় পক্ষের মামলা মোকদ্দমা থাকায় কাজ বন্ধ করে দিয়েছেন আদিতমারী থানা পুলিশ। এ ঘটনায় এরশাদুল আলম নামের এক ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সুত্রে জানাগেছে, উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের বড় কমলাবাড়ী মৌজার জে,এল,নং-৭৭,এস,এ খতিয়ান নং-৫০৫,এস,এ দাগ নং-৩৩৪৫,জমির পরিমান-৬৬ শতক জমি দীর্ঘদিন যাবত ভোগদখল করে আসছেন একই এলাকার মৃত আবুল কাশেমের ছেলে এরশাদুল আলম ও রফিকুল আলম নামে দুই ভাই।
এদিকে ওই জমির মালিকানা দাবী করেন আলা উদ্দিন আলাল (৩৫), ফারুকুল ইসলাম (৩৬), আব্দুল খালেক (৩৮),আব্দুর রাজ্জাক (৪০)সহ আরো কয়েকজন। এঘটনায় রফিকুল আলম বাদী হয়ে বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা চাহিয়া মামলা দায়ের করেন। যাহার মোকদ্দমা নং-অন্য ১৫৭/২০১৭ (আদিত)। বর্তমানে মামলাটি চলমান রহিয়াছে।
এমতবস্থায় রবিবার ( ৫ এপ্রিল) সকালে আলা উদ্দিন আলালের হুকুমে ভোগদখলীয় জমিতে জোর পূর্বক দখল নেয়ার জন্য পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। কাজ শুরুর পর আমরা বাঁধা দিতে গেলে বিবাদীরা অকথ্য ভাষায় গালিগালাজ করিয়া খুন জখমের হুমকি দিয়ে তাড়াইয়া দেয়। পরে এ ঘটনায় আদিতমারী থানায় একটি অভিযোগ দায়ের করলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে শান্তি শৃঙ্খলা ফেরাতে কাজ বন্ধ করার নির্দেশ প্রদান করেন।
অভিযোগকারী এরশাদুল আলম বলেন, আমার বাবার মৃত্যুর পর আমরা দুই ভাই ওই জমি দীর্ঘ ৩৮ বছর যাবত ভোগদখল করে আসছি। কিন্তু আলা উদ্দিন আলাল ও তার লোকজন ওই জমি তাদের দাবী করে হঠাৎ করে জমিতে পাকা ঘর নির্মাণের কাজ শুরু করেন। আমি এ ঘটনার সুষ্ঠ বিচার দাবী করছি।
আলা উদ্দিন আলাল ওই জমির মালিকানা দাবী করে বলেন, আগে থেকে আমাদের দখলে ওই জমি আছে। আজকে আমরা ওই ঘরের গোড়া পাকা করণের কাজ করছি। তিনি আরো বলেন,ওই জমিতে আদালতের কোন নিষেধাজ্ঞা নেই,এছাড়াও ওই জমির উপর উভয় পক্ষের মামলা রয়েছে বলে তিনি দাবী করেন।
আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম বলেন, কোন ধরনের অপ্রীতির ঘটনা এড়াতে ও এলাকায় শান্তি শৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশ কাজ বন্ধ করে দিয়েছে।