লালমনিরহাট সংবাদদাতা।। লালমনিরহাটের আদিতমারীতে ব্র্যাক আদিতমারী এলাকা ও শাখা অফিসের উদ্দোগে করোনা মোকাবেলায় লিফলেট বিতরণ করা হয়েছে। সেইসাথে ব্র্যাকের সুফলভোগী সদস্যদের পাশাপাশি জনসাধারণের মাঝে হাত ধোয়ার কৌশল কর্মসূচি পালন করা হয়।
এদিকে ব্র্যাক আদিতমারী শাখা অফিস কার্যালয়ে হ্যান্ড ওয়াশ পয়েন্ট স্থাপন করা হয়েছ। অফিসে প্রবেশের আগে সকল কর্মকর্তা,কর্মচারীসহ জনসাধারণকে হাত ধুয়ে প্রবেশ বাধ্যতামূলক করা হয়েছে।
ব্র্যাক অফিস সুত্র জানায়, প্রাণঘাতী করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বেসরকারী সংগঠন কাজ করছেন৷ তারই ধারাবাহিকতায় ব্র্যাক উপজেলার বিভিন্ন হাটবাজারে লিফলেট বিতরণ কার্যক্রম পরিচালনা করে আসছেন।
এসময় ব্র্যাক আদিতমারী এলাকা ব্যবস্থাপক (দাবী) শহিদুল ইসলাম, প্রদীপ কুমার রায় শাখা ব্যবস্থাপক (দাবী), ইছমোতারা বেগম,শাখা ব্যবস্থাপক (বর্গাচাষী),আব্দুল করিম মন্ডল,পিও(প্রগতি) উপস্থিত ছিলেন।