লালমনিরহাট সংবাদদাতা।। আজ আদিতমারী থানা পুলিশকে ব্যবহারের জন্য সরবরাহ করা হয় কিছু হোম কোয়ারান্টাইন স্টিকার। লালমনিরহাটের আদিতমারীতে সরকারী নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখার দায়ে ৩টি প্রতিষ্ঠানকে এগার হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৮ মার্চ) রাতে উপজেলার পলাশী ইউনিয়নের নামুড়ি বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মনসুর উদ্দিন। এসময় আদিতমারী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন বলেন,সরকারী নির্দেশ অমান্য করে দোকান খোলা রেখে ব্যবসা করছেন তারা। পরে মোবাইল কোর্ট পরিচালনা করে তিনটি প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া বিভিন্ন স্থানে করোনা মোকাবেলায় উপজেলা পরিষদের অর্থায়নে বিতরণ করা হয় সাবান ও মাস্ক। যা অব্যাহত থাকবে বলে জানানো হয়