লালমনিরহাট) সংবাদদাতা।। করোনা ভাইরাস মোকাবেলায় এলাকাবাসী নিজ উদ্দ্যোগে একটি পাড়া ব্যরিগেট দিয়ে সবধরনের যানবাহন ও যোগাযোগ বন্ধ করে দিয়েছেন।
শুক্রবার (১০ এপ্রিল) সকালে আদিতমারী উপজেলা সদরের ভাদাই ইউনিয়নের টিএন্ডটি পাড়াটি বন্ধ করা হয়েছে। চলাচলের রাস্তা বন্ধ হওয়ায় বাহিরে থেকে কোন যানবাহন ও লোকজন কেউ এলাকায় প্রবেশ করতে পারবে না। তাদের এ উদ্দ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই।
টিএন্ডটি পাড়ার বাসিন্দা ও আদিতমারী কেবি বালিকা স্কল এ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক পরেশ চন্দ্র বর্মন,সহকারী শিক্ষক আকতার হোসেন বলেন, সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় এলাকার লোকজনকে নিরাপদে রাখতে এ উদ্দ্যোগ নেয়া হয়েছে। তারা আরো বলেন,এখন থেকে এই এলাকায় বহিরাগত কেউ প্রবেশ করতে পারবে না। বাহিরের লোকজন এলাকায় না এলে এলাকা অনেকটা নিরাপদে থাকবেন বলে তারা দাবী করেন।
আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ মনসুর উদ্দিন এধরনের উদ্দ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সচেতন হতে হবে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম