প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২১, ২০২৫, ৯:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২১, ২০২১, ৮:০৮ অপরাহ্ণ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে গাইবান্ধার ইতিহাসে সর্বোচ্চ আলপনার উদ্বোধন

গাইবান্ধা।। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধার ইতিহাসে সর্বোচ্চ আলপনার উদ্বোধন করা হয়েছে। শনিবার রাত ১০ টায় গাইবান্ধার পৌর মেয়র মতলুবর রহমান পৌর পার্কের আকা এই আলপনাটির ফিতাকেটে উদ্বোধন করেনে।
এসময় উপস্থিত ছিলেন পৌসভার কাউন্সিলর, কর্মকতাকর্মচারি ও গণমান্য ব্যক্তিবর্গ। উদ্বোধনের পর মেয়র পুরো আরপনাটি ঘুরে দেখেন। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস এসোসিয়েশন গাইবান্ধা পুসাগরের আয়োজনে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে চারুকলা বিভাগের শিক্ষার্থীরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এই আলপনাটি আকেন। আলপনাটি অনুষ্ঠানিক ভাবে উদ্বোধন পর দর্শনাথীদের জন্য উনমুক্ত করে দেয়া হয়।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম