আমাদেরবাংলাদেশ ডেস্ক।। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অপারেশন কার্যক্রম পরিচালনাকালে মধ্য আফ্রিকায় বাংলাদেশি শান্তিরক্ষীদের একটি গাড়িতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত এবং একজন আহত হয়েছেন।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। সোমবার (৩ অক্টোবর) স্থানীয় সময় রাত ৮টা ৩৫ মিনিটে (বাংলাদেশ সময় ৪ অক্টোবর দুপুর ১টা ৩৫ মিনিট) এ ঘটনা ঘটে।
নিহত তিন শান্তিরক্ষী হলেন সৈনিক মো: জসিম উদ্দিন (৩১) মো: জাহাঙ্গীর আলম (২৬) ও সৈনিক শরিফ হোসেন (২৬)। টহল কমান্ডার মেজর আশরাফুল হক আহত হয়েছেন।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু