আমাদেরবাংলাদেশ ডেস্ক।।গতকাল এই মামলায় আনিসুলসহ ৫ আসামির সম্পত্তি ক্রোকের আদেশ দেয়া হয়েছিল। আজ সেই আদেশ প্রত্যাহার আদালতে আবেদন করেন আসামিদর আইনজীবী। তবে এ বিষয়ে এখনও আদেশ দেয়নি আদালত ।
এই মামলার অন্য আসামিরা হলেন- কবির বকুল, শুভাশিস প্রামানিক, মহিদুল আলম পাভেল, শাহপরান তুষার।প্রসঙ্গ, গত বছর ১লা নভেম্বর ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে অনুষ্ঠিত কিশোর আলোর বর্ষপূর্তিতে এসেছিল আবরার। সেখানে বিকালে অনুষ্ঠান চলাকালে বিদুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে।তাৎক্ষণিকভাবে ওই মাঠে স্থাপিত জরুরি মেডিকেল ক্যাম্পের দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক নাইমুলকে প্রাথমিক চিকিৎসা দেন।
এরপর তাকে মহাখালীর বেসরকারি ইউনিভার্সেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আবরারকে মৃত ঘোষণা করেন।এই মামলায় ১০ আসামির মধ্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ ৫ জন জামিনে রয়েছেন।
আমাদেরবাংলাদেশ/আরাফাত