নিইজ ডেস্ক:
টাইমস নাও- ভিএমআর, রিপাবলিক সি-ভোটার ও এবিপি-নিয়েলসনসহ কয়েকটি বুথফেরত জরিপ অনুযায়ী ভারতে আবারো ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ।
টাইমস নাও-ভিএমআর জরিপ অনুযায়ি ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন জোট এনডিএ পাবে ৩০৬টি আসন। আর কংগ্রেস নেতৃত্বাধীন জোট ইউপিএ পাবে ১৩২ আসন। এদিকে, বুথফেরত জরিপকে গুজব বলে জানালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুথফেরত জরিপের পরও বিজেপির বিরুদ্ধে জোট গঠনে বিরোধীদের সঙ্গে আলোচনা করেছেন তেলেগু দেশম পার্টির প্রধান চন্দ্রবাবু নাইডু। তিনি আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করবেন। বুথফেরত জরিপ প্রকাশের পর বেড়েছে ভারতের শেয়ার বাজারের লেনদেন।