জয়পুরহাট সংবাদদাতা।। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, ১৯৭৫ সালে জিডিপির উন্নয়নের হার ছিল ৯.৫৯%, যার এখন পর্যন্ত সর্বোচ্চ জিডিপি হয়েছে। বঙ্গবন্ধু কন্যা এতো সফল কিন্তু পিতার রেকর্ডের কাছে যেতে পারেনি।
রবিবারে দুপুরে জেলা প্রসাশনের উদ্যোগে শহরের কালেক্টরেট মাঠে ‘বাংলাদেশের এক অনন্য অর্জন’ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশ উত্তরণ উদযাপন উপলক্ষে সেমিনারে প্রধান অতিথি হিসেবে হুইপ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমরা যদি নিজে সংশোষন হতে পারি। তাহলে অনেক দূর এগিয়ে যাব। আজকে অযথী কিছু বান্দর খামাকা মিছিল করছে। তারা হাদিয়ে নিয়ে ইসলাম প্রচার করে। ভারতে মুসলিম ২ কোটি, এই দেশটি মুসলমানের দেশ। ১০/১২ লাখ রোহিঙ্গাদের জীরন নিয়ে আমাদের আসা-যাওয়া। তাহলে ওরা ২ কোটি মুসলিমকে তাড়ায়ে দিয়ে কি হবে? পাকিস্তান একটি বিহারীকেও ফেরত নেয়নি। ভারত ও চায়নার মধ্যে সম্পর্ক সাপের নেউলে। আমাদের নেত্রী কাউকেই গুনেন না। সবার সাথেই বন্ধুত্বর মতো সম্পর্ক করেছে। আমরা সবার সাথে সুসম্পর্ক রেখে মানুষের কল্যাণে কাজ করব।
জেলা প্রশাসক শরীফুল ইসলামের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পুলিশ সুপার মাছুুম আহাম¥দ ভূঞা,জেলা পরিষদ চেয়ারম্যান আ’লীগের সভাপতি আরিফুর রহমান রকেট, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম সোলায়মান আলী, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক, জেলা আ’লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন মূল্যবান বক্তব্য রাখেন।
রাকিবুল হাসান রাকিব
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম