আমাদেরবাংলাদেশ ডেস্ক।। বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, আজকে আমরা এমন একটি সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি,যখন সারা বিশ্ব করোনা অতিমারিতে পর্যুদস্ত। কোথায় করোনার তৃতীয় আবার কোথাও ও চতুর্থ ঢেউ চলছে। লাখ লাখ মানুষ আক্রান্ত হচ্ছে এই ভাইরাসে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জেলা ছাত্রলীগের বর্ণাঢ্য আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. দীপু মনি আরো বলেন,গত একদিনে সারা বিশ্বে প্রায় ৩০ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছে এবং নতুন যে ভ্যারিয়েন্ট ওমিক্রন সেটিও ইতোমধ্যে আমাদের দেশে শনাক্ত হয়েছে। কাজেই আমাদের এখন অত্যন্ত সতর্ক হওয়ার সময়। মনে রাখতে হবে গত বছর যখন করোনা বেড়েছে, তখন চাঁদপুর বেশি আক্রান্ত জেলার মধ্যে একটি ছিল। আমরা তার পুনরাবৃত্তি চাই না।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম