আমাদেরবাংলাদেশ ডেস্ক।। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রকে অন্ধকারাচ্ছন্ন করে রেখেছে বলে মন্তব্য করেছেন ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন।
তিনি বলেন, আমার প্রতিদ্বন্দ্বীর রাগ খুব বেশি, অত্যধিক ভয়, খুব বেশি বিভাজন প্রকাশ করেছেন। তিনি দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রকে অন্ধকার আচ্ছন্ন করে রেখেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এ খবর প্রকাশ করেছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার (২০ আগস্ট) ডেমোক্র্যাটিক কনভেনশনে দেওয়া বক্তব্যে এমন মন্তব্য করেন তিনি।
এ সময় যুক্তরাষ্ট্রের নাগরিকদেরর একত্রিত হয়ে এই অন্ধকার কাটানোর আহ্বান জানান বাইডেন।
তিনি বলেন, আমি আপনাদের জন্য সবচেয়ে ভালোটা করতে চাই, খারাপটা নয়। যুক্তরাষ্ট্রকে আলোকিত করতে সাহায্য করতে চাই, অন্ধকার আচ্ছন্ন করতে নয়। আমি আমার কথা রাখবো যদি আপনারা বিশ্বাস করে আমাক প্রেসিডেন্ট নির্বাচিত করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম