আমি হতে চাই: মফিজুল ইসলাম, পিপিএম।।
আমি মানুষ তাই
মনে যা আসে তাই হতে চাই।
আমি হতে চাই
শাহরুখ কিংবা সালমান খান
ঐশ্বরিয়ার ভালবাসায় হৃদয় হয় খান খান।
আমি হতে চাই
রাষ্ট্র নায়ক দেশ প্রধান
জনসেবা করে রাখতে চাই
তার এক অনন্য দৃষ্টান্ত প্রমান।
আমি হতে চাই
সুফি সাধক আধ্যাত্মিক মহা মানব
জীন, পরি আর শত্রু মিত্র
হার মানবে সকল দানব।
আমি হতে চাই
আলেমে দ্বীন শের তাজ
দ্বীন প্রতিষ্ঠায় জেল জুলুমেও
মিটবে না যার কাজ।
আমি হতে চাই
লেখক ও সাহিত্যিক
ফুটিয়ে তুলতে মানব জীবনের
ভিতর ও বাহ্যিক।
আমাদেরবাংলাদেশ.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম