আমৃত্যু পরাজিত থাকতে চাই: শফিউল আলম
পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয়নি,
কিন্তু আমি আমৃত্যু তোমার কাছে পরাজিত থাকতে চাই।
ভোর থেকে সন্ধ্যা, তারপর রাত,
যতটুকু কাছে থাকি;
তোমার কাছে শুধু পাওয়া।
শুধু এটুকুতেই ক্ষান্ত না।
জীবন সায়াহ্নে তোমার পরশে
তৃপ্তির ঢেকুর গিলতে চাই।
অনেক ক্ষেত্রে জিতে যাওয়ার চূড়ান্ত সম্ভাবনা থাকলেও
স্বেচ্ছায় তোমার কাছে হেরে যাই।
কারণ আমি তোমার সদা হাস্যোজ্জ্বল মুখাবয়ব দেখতে চাই।
যতটুকু চাই, তারচেয়ে বেশি পাই;
চাওয়ার কাছে পাওয়া প্রতিদিন হেরে যায় ।
তাই আমৃত্যু তোমার কাছে পরাজিত থাকতে চাই।
শফিউল আলম
পুলিশ ইন্সপেক্টর (শহর ও যানবাহন)
নিউটাউন, দিনাজপুর
২৮.০৭.২০২২