আজ মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার পক্ষ থেকে বলা হয়েছে, পুলিশি অভিযানে কার্যালয়ের দুটি কম্পিউটার জব্দ করা হয়েছে।
এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে আলজাজিরা কর্তৃপক্ষ। মালয়েশীয় কর্তৃপক্ষকে তাদের সাংবাদিকদের বিরুদ্ধে ফৌজদারি তদন্ত বন্ধের আহ্বানও জানা সংবাদ মাধ্যমটি।
আল জাজিরায় “লকড আপ ইন মালয়েশিয়া’স লকডাউন” শিরোনামে ২৫ মিনিট ৫০ সেকেন্ডের একটি প্রতিবেদন প্রচারিত হয়। এতে করোনাভাইরাস মহামারিতে মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের সঙ্গে সরকারের আচরণ নিয়ে সাক্ষাৎকার দিয়েছেন বাংলাদেশি অভিবাসী রায়হান কবির।
ওই প্রতিবেদন প্রকাশের পর আল জাজিরার বেশ কয়েকজন কর্মীকে ডেকে জিজ্ঞাসাবাদ করে মালয়েশিয়ার কর্তৃপক্ষ। গ্রেপ্তার করা হয় রায়হান কবিরকে।