আমাদেরবাংলাদেশ ডেস্ক।। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় অবস্থিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরার কার্যালয় বিমান হামলা চালিয়ে গুঁড়িয়ে দিয়েছে দখলদার খুনি ইহুদিরা।
নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি ইহুদিদের বর্বর হামলার খবর পুঙ্খানুপুঙ্খভাবে প্রচার করে আসছিল আল-জাজিরা। আর তাই এই সংবাদমাধ্যমের ওপর রোষ জন্মে ইহুদিদের। তাই আগেই ইসরায়েলের সামরিক বাহিনী আল-জাজিরার কার্যালয়ে হামলা চালানোর হুমকি দিয়েছিল।
আল-জাজিরা নিজেদের কার্যালয়ে এমন হামলার খবর নিশ্চিত করেছে। আল-জাজিরার প্রকাশিত ছবিতে দেখা যাচ্ছে, ইসরায়েলের বিমান হামলার পর ভবনটি মাটির সাথে মিশে গেছে। ধোঁয়ার কুণ্ডলীতে ছেয়ে গেছে ভবনের চারপাশ।
ওই ভবনে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেসেরও (এপি) কার্যালয় রয়েছে। ইসরায়েল হামলার হুমকি দেয়ায় শনিবারের হামলার এক ঘণ্টা আগেই ভবনটির বাসিন্দাদের সতর্ক করে দেয়া হয়েছিল। তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
-আল জাজিরা
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম