জাহাঙ্গীর আলম রাজু ,নিজস্ব সংবাদদাতা: আশুলিয়ায় টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে চলা শ্রমিক অসন্তোষের জেরে অস্থিতিশীল পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরে কর্মমুখর হয়ে উঠেছে শিল্পাঞ্চল। সোমবার (১৬ সেপ্টেম্বর) সরকারি ছুটি থাকলেও কিছু কারখানা ছাড়া সকাল থেকে কর্মমুখর ও স্বাভাবিক রয়েছে শিল্পাঞ্চল আশুলিয়া।
গত কয়েক-দিনের শ্রমিক অসন্তোষের জেরে উৎপাদন ব্যাহত হওয়ায় সরকারি ছুটির দিনেও আশুলিয়া শিল্পাঞ্চলের বেশিরভাগ শিল্প কারখানা চালু রেখেছে মালিক কর্তৃপক্ষ। এছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সপ্তাহের প্রথম দু’দিন শনিবার ও রবিবার অনেকটাই স্বাভাবিক ছিল এ অঞ্চল।এছাড়াও শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়,সকাল থেকেই পোশাক কারখানাগুলোতে শ্রমিকরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজে যোগদান করেছে। অনেক-টা আমেজ নিয়েই শ্রমিকরা কারখানায় প্রবেশ করছে বলে দেখা যায়।
উক্ত বিষয়ে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মো: সারোয়ার আলম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, শিল্প পুলিশ-১ এর আওতাধীন ১৮৬৩টি শিল্প কারখানার মধ্যে ১৪০০ শিল্প কারখানা আজ চালু রয়েছে। তবে সরকারি ছুটির দিনে শিল্প কারখানা চালু রাখলেও কোথাও কোনো শ্রমিক অসন্তোষের খবর পাওয়া যায়নি।
এছাড়া সকাল থেকে শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগদান করলেও গত কয়েক দিনের মতোই শিল্পাঞ্চলে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। তিনি আরও বলেন,আশুলিয়া শিল্পাঞ্চলে বেশ কিছু দিন ধরে চাকরিপ্রত্যাশী ও কয়েকটি কারখানার শ্রমিকদের আন্দোলনের মুখে শ্রমিক অসন্তোষ দেখা দেয়। পরিস্থিতি খারাপের দিকে গেলে গত বৃহস্পতিবার ২১৯টি এবং শনিবার ৪৯টি ও গতকাল ২০টি কারখানায় ছুটি ঘোষণা করতে বাধ্য হয় মালিকপক্ষ।বর্তমান সব কিছু একটা স্বাভাবিক রয়েছে।
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম