নিজস্ব সংবাদদাতা।। আশুলিয়া থানা পুলিশের অভিযানে ফয়সাল কবির হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪জন-কে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) সকাল ১১টার সময় আশুলিয়া থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো: শাহিনুর কবির। এসময় তিনি বলেন,গত ৩০ নভেম্বর আশুলিয়ার মধ্য গাজিরচট এলাকায় ফয়সাল কবির নামের এক যুবক-কে ধারালো অস্ত্রের আঘাতে নৃসংসভাবে কুপিয়ে হত্যা করা হয়।
এছাড়াও তিনি আরও বলেন তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের গ্রেপ্তারের লক্ষ্যে গতকাল সোমবার রাতে মানিকগঞ্জের শিবালয় থানা এলাকায় অভিযান চালিয়ে ৪জন-কে গ্রেফতার করা হয়। এ সময় হত্যাকান্ডের ব্যবহৃত ৩টি চাপাতি,১টি ছুরি ও ৩টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলো: (১) মহিউদ্দিন মহির (৩০),পিতা আ: মান্নাফ,গ্রাম বেচপাতা,থানা শিবালয়, জেলা মানিকগঞ্জ। (২) শাহ আলম (২৬),পিতা ইব্রাহিম,গ্রাম সোনারগাঁও,থানা ধনুট,জেলা বগুড়া।(৩) রাহুল(৩০)পিতা আনোয়ার,গ্রাম গাজিরচট আমবাগানথানা আশুলিয়া,জেলা ঢাকা। (৪) হাবিব (৩৪) পিতা আনা মিয়া,গ্রাম গাজিরচট আমবাগান,থানা আশুলিয়া, জেলা ঢাকা। নিহত ফয়সাল কবির (৩২) ফরিদপুর জেলার নগরকান্দা থানার ধর্মদি দক্ষিনপাড়া এলাকার আবুল কালাম আজাদের ছেলে। তিনি বর্তমানে আশুলিয়ার মধ্য গাজীরচট এলাকায় হেলাল খন্দকারের বাড়িতে ভাড়া থেকে একটি বে- সরকারি ট্রান্সপোর্ট কোম্পানিতে চাকরি করতেন বলে জানা যায়।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন,এস'পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এসময় তিনি আরও বলেন গ্রেফতার আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে জমি নিয়ে বিরোধের জেরে ফয়সাল কবির-কে হত্যা করা হয়েছে, এছাড়া হত্যার সঙ্গে জড়িত বাকিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম