নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার আসামীসহ ৯জন-কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (২৫ অক্টোবর ) দুপুর ২টা ২২মিনিটের সময় বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল বৃহস্পতিবার রাতে থানা এলাকায় অভিযান চালিয়ে হত্যাসহ বিভিন্ন মামলায় ৯জন-কে গ্রেফতারকৃত করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো: (১) মোঃ রুহুল আমিন (৫৮),পিতা-মৃত আঃ রব,গ্রাম-ডেন্ডাবর,থানা- আশুলিয়া, জেলা-ঢাকা। (২) মোঃ জুয়েল রানা (৩৩), পিতা-জাহাঙ্গীর আলম গ্রাম-আমিন বাজার ছালিপুর,উত্তর পাড়া,ওয়ার্ড নং-১, থানা-সাভার,জেলা- ঢাকা। (৩) মোঃ রফিকুল ইসলাম ওরফে রফিক (৪৮) পিতা-মৃত হাজী আব্দুর রহমান, গ্রাম-আড়াগাঁও, থানা-আশুলিয়া,জেলা-ঢাকা। (৪)মোঃ মামুন তালুকদার (৩৭),পিতা-মৃত মালেক তালুকদার, গ্রাম-টুঙ্গীপাড়া পাটগাতি,থানা-টুঙ্গীপাড়া,জেলা- গোপালগঞ্জ,বর্তমান ঠিকানা-বড়বাড়ী,ওয়াদুদ মিয়ার বাড়ীর ভাড়াটিয়া,থানা-গাছা,জেলা-গাজীপুর।
(৫) মোঃ সোহেল রানা (৩০), পিতা-আব্দুল কাদের, গ্রাম-চন্ডিপুর,থানা-কাউনিয়া,জেলা-রংপুর,বর্তমান ঠিকানা-জিরাবো ডাক্তার বাড়ী নামাপাড়া,রুহুল আমিন এর বাড়ীর ভাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা- ঢাকা। (৬) মোঃ শাহাব উদ্দিন,পিতা-হাজী আব্দুল মালেক ভূইয়া,পোঃ মমতাজ স্টীল কর্পোরেশন,ঢাকা ইপিজেড হাইওয়ে,মালেক সুপার মার্কেট জামগড়া, আশুলিয়া,সাভার,ঢাকা এবং উত্তর পাড়া আলিয়া মাদ্রাসা,থানা আশুলিয়া,জেলা ঢাকা। (৭) মোঃ আসাদুল (৩৩), পিতা-আমির হামজা মুন্সি,মাতা- জয়গন,গ্রাম-চর কুলারগাট,থানা-লালমনিরহাট সদর,জেলা-লালমনিরহাট,বর্তমান জামগড়া রুপায়েন বটতলা,জাহিদ ম্যানেজার এর বাড়ী,থানা-আশুলিয়া, জেলা-ঢাকা। (৮) মোঃ আসিফ (২৮),পিতা-মৃত হাতেম আলী,গ্রাম-পূর্ব সিটকি,পোঃ পশ্চিম সিটকি,থানা- কাঠালিয়া,জেলা-ঝালকাঠি,বর্তমান-কান্দাইল রজব আলীর বাড়ীর বাড়াটিয়া,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
(৯) শেখ উজ্জল (৪০),পিতা-মৃত আবুল কালাম শেখ, গ্রাম-ভাদাইল,থানা আশুলিয়া,জেলা-ঢাকা।
এছাড়া এস আই রেজাউল এর কাছে মামলার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল বৃহস্পতিবার রাতে থানার বিভিন্ন এলাকা থেকে হত্যাসহ বিভিন্ন মামলায় ৯জন-কে আটক করা হয়।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ প্রতিবেদক-কে তিনি বলেন,এস’পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম