বজলু রহমান সাভার প্রতিনিধি ।। আশুলিয়ায় গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী কোটা আন্দোলনে ছাত্র জনতা হত্যার ঘটনায় থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় ২জন-কে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৩০ নভেম্বর ) দুপুর ১২টা সময় বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় ২জন-কে গ্রেফতার করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামি হলো: (১) নুরু মিয়া ওরফে নুরু উদ্দিন ওরফে ভাংগারী নুরু (৪৫),পিতা-আব্দুল কাদের, গ্রাম-চর মনসা,থানা-ভোলা সদর,বর্তমান ঠিকানা-বসুন্ধরা বাইপাইল (নিজ বাড়ী),থানা- আশুলিয়া জেলা-ঢাকা। (২) মোঃ জামান মীর (৫৫),পিতা-মৃত-শহিদুল্লাহ মীর,গ্রাম-জামগড়া শিমুলতলা মীরবাড়ী,থানা-আশুলিয়া,জেলা-ঢাকা।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে তিনি বলেন,এস'পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গতকাল রাতে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম