আবু সাইদ বিশেষ প্রতিনিধি ।। আশুলিয়ার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে ১২'শত১০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক নারীসহ ৩জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুরে বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে ১২'শত ১০পিস ইয়াবা ট্যাবলেট ও এক নারীসহ ৩জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতার কিছু আসামিরা হলোঃ (১) মোঃ আরিফ মিয়া (৩২) পিতা মোঃ বাদশা মিয়া,গ্রাম শিকদারবাগ ধলপুর,থানা-আশুলিয়া,জেলা ঢাকা। (২) মোসাঃ মিতানুর বেগম (২৬),স্বামী মোঃ আরিফ মিয়া(৩২) গ্রাম-শিকদার বাগ ধলপুর,থানা আশুলিয়া,জেলা-ঢাকা (৩) মোঃ আল আমিন(২২),পিতা মোঃ দেলোয়ার হোসেন,গ্রাম গুলারচর ,থানা-জাজিরা,জেলা শরিয়তপুর। বর্তমান ঠিকানা পল্লীবিদ্যুৎ হাউজিং রোড,থানা আশুলিয়া,জেলা-ঢাকা।
আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুল ইসলামের কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম প্রতিবেদক-কে তিনি বলেন ওসি স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাতে এএসআই রেজাউল করিমসহ পুলিশের সোর্স নিয়ে থানার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে এক নারীসহ ৩জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়। এছাড়া পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে পরে তল্লাশি করে তাদের হেফাজতে থাকা ১২'শত ১০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বর্তমান অবৈধ বাজার মূল্য আনুমানিক মূল্য ৩ লাখ ৬৩ হাজার টাকা হবে।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নূর আলম সিদ্দিকী এর কাছে জানতে চাইলে আমাদেরবাংলাদেশ ডটকম প্রতিবেদক-কে তিনি বলেন,এস'পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযান-টি তার একটি অংশ। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার খেজুরটেক সেনাপল্লী এলাকায় অভিযান চালিয়ে ১২'শত ১০পিস ইয়াবা ট্যাবলেট ও এক নারীসহ ৩জন মাদক ব্যবসায়ী-কে গ্রেফতার করা হয়েছে। তাদের-কে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,গ্রেফতারকৃত আসামি'রা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন জেলা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা জেলার সাভার,আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা দরে বিক্রয় করে আসছিলো। এছাড়াও গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে সেই মামলায় তাদের-কে আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
প্রকাশক ও সম্পাদক : মোঃ জাহাঙ্গীর আলম রাজু
হেড অফিস : প্রস্তাবিত (১ম তলা),৯৮, নয়াপল্টন,ঢাকা-১০০০
বানিজ্যিক এলাকা: বাইপাইল আশুলিয়া,সাভার,ঢাকা।
মফস্বল কার্যালয়: মেইন রোড (২য় তলা),কেশবপুর,যশোর।
নিউজ-মেইল: dailyamaderbd24@gmail.com
নিউজ রুমঃ রাজু:- ০১৭১১-১৩৯৪২০
আমাদেরবাংলাদেশ. ডট কম