নিজস্ব প্রতিবেদক ।। আশুলিয়া থানার জামগড়া এলাকায় অভিযান চালিয়ে ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে ১০ বোতল ফেনসিডিলসহ ১জন-কে আটক করেছে পুলিশ।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে বিষয়টি বিষায়-টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক কামাল হোসেন। এসময় তিনি বলেন,গতকাল রবিবার
রাত ১০টার সময় এসআই মো: মাসুদ আল মামুন জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে থেকে তাকে আটক করে। আটক আসামী হলো: মো: মিজানুর রহমান (৪২) পিতা মো: সিদ্দিকুর রহমান,গ্রাম নাড়ুহার,থানা কোতোয়ালি,জেলা দিনাজপুর। বর্তমান ঠিকানা জামগড়া নূরুল আমিন কন্ট্রাক্টরের বাড়ির ভাড়াটিয়া থানা আশুলিয়া,জেলা ঢাকা।
এছাড়া আশুলিয়া থানার এস আই শেখ মোঃ মাসুদ আল-মামুন এর কাছে জানতে চাইলে তিনি বলেন ওসি স্যারের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল রবিবার রাত ১০টার সময় জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে কতিপয় মাদক ব্যবসায়ী মাদক কেনা-বেচা করছে এমন এসময় পুলিশের উপস্থিত টের পেয়ে পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়। পরে তার হাতে থাকা বাজারের ব্যাগে তল্লাশি করে পেপারে মোড়ানো অবস্থায় নিষিদ্ধ ভারতীয় ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক এর কাছে জানতে চাইলে প্রতিদিনের কাগজ-কে তিনি বলেন,এস'পি স্যার এর নির্দেশে বিভিন্ন অভিযান পরিচালনা করা হচ্ছে,এই অভিযানটিও তার একটি অংশ। এছাড়া আটক আসামী'রা জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায়ীর বিষয়টি স্বীকার করেছে,উক্ত বিষয়ে থানায় মামলা হয়েছে, আটক আসামীদের আদালতে পাঠানো হয়েছে।
এবিডি.কম/শিরিন আলম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম