
নিজস্ব সংবাদদাতা।। আশুলিয়ায় ওষুধ ফার্মেসীতে হামলা চালিয়ে ওষুধ ও নগদ অর্থসহ প্রায় ১২ লাখ টাকা লুট করে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দোকানের মালিকের ভাগ্নে গুরুতর আহত হয়েছে।
বুধবার (২৯ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এস আই নজরুল ইসলাম । এসময় তিনি বলেন গতকাল ২৮ অক্টোবর রাতে আশুলিয়ার বাইপাইল গাজীরচট এলাকা এ ঘটনা ঘটেছে। দোকানের মালিকের ভাগ্নে মোঃ রাহাতকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। রাতে ভুক্তভোগী বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। এছড়া দুই দোকানের মালিকের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে আরো দুইটা অভিযোগ তার নামে হয়েছে।
ভুক্তভোগী ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, গত ২৮ অক্টোবর রাতে সাবিনা ইয়াসমিন (৩৯), নাজমুল ইসলাম (৩৩), আরমান হোসেন (২৫), আফরোজা (২৫), লাভলু হোসেন শিকদার (২২) এবং মাহফুজা (২৭) সহ অজ্ঞাতনামা ১০/১২ জন সন্ত্রাসী লাঠি, রড, চাকু ও চাপাতিসহ দেশীয় অস্ত্র নিয়ে ভাইভাই মেডিসিন কর্ণার ও তাসনিম ডেন্টাল কেয়ারে অতর্কিত হামলা চালায়।
এসময় দোকানে অবস্থান করছিলেন ভুক্তভোগী মালিকের ভাগ্নে মোঃ রাহাত (২২)। সন্ত্রাসীরা তাকে ঘিরে ধরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কিল,ঘুষি ও বেধম মারধর করে কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় রাহাতকে দোকান থেকে বের করে দেওয়ার পর হামলাকারীরা দোকানে ভাংচুর চালায়। এরপর তারা দোকানের ক্যাশ থেকে নগদ ৫ (পাঁচ) লাখ টাকা এবং প্রায় ৭ (সাত) লাখ টাকা সমমূল্যের বিভিন্ন প্রকার ঔষধ লুট করে নিয়ে সটকে পড়ে।
দোকান মালিক মোঃ জাহিদ হাসান শিকদার জানান, সন্ত্রাসীরা লুণ্ঠন শেষে আমার দোকানে তালা ঝুলিয়ে দেয় এবং আমার ভাগ্নেসহ আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। হামলা ও ভাংচুরের ঘটনা আমরা আতংকিত। হামলাকারীরা পুনরায় মুঠোফোনে আমাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনা বাদী হয়ে অভিযোগ দায়ের করেছি।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবিডি.কম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম