নিজস্ব প্রতিবেদক সাভার।। আশুলিয়া থানার কবিরপুর এলাকায় থেকে ১৯৭ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক ব্যবসায়ি-কে আটক করেছে র্যাব-৪।
বুধবার (২৪ মে) বিকেলে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান। এর আগে আজ সকালে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন (১) মোঃ মানিক হোসেন (৩৫), থানা জেলা লালমনিরহাট (২) মোঃ মহিবুর (২৬)। বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
উক্ত বিষয়ে র্যাব জানায়,বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার কবিরপুর এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ফেনসিডিলসহ ৩জন-কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৯৭ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। পরে আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়,তারা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ ফেনসিডিল সংগ্রহ করে ঢাকার সাভার, আশুলিয়া ও ধামরাইসহ বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান জানান,আটক কৃতদের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু