নিজস্ব প্রতিবেদ।। আশুলিয়ার উত্তর গাজিরচট আলিয়া মাদ্রলা এলাকায় ডিজিটাল পোষ্ট অফিসে ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে বিভিন্ন লটারি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৩০ জুলাই) বিকালে আধুনিক প্রযুক্তি নির্ভর এ এজেন্ট ব্যাংকিং আউটলেট নিয়ে উত্তর গাজিরচট আলিয়া মাদ্রলার মাঠে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পোষ্ট মাস্টার মো: শামছুদোহা ভূইয়া।
সভায় বক্তব্য রাখেন-এজেন্ট ব্যাংকিং ডিভিশন ঢাকা উত্তরা বিভাগীয় ম্যানেজার মো: মিজানুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন,আর এম ঢাকা উত্তর সাভার ধামরাই এর প্রদীপ ব্রত রায়,সাভার উপজেলা বিজনেস অফিসার মো: রবিউল ইসলাম,মো: মশিউর রহমান,সৈরদ ওয়ালাউল্লাহ লিংকন,ব্যাংক এশিয়া’র এজেন্ট ব্যাংকিং’র আশুলিয়া উত্তর গাজিরচট শাখার সত্ত্বাধিকারী মো: সোহানুর রহমান ভূইয়াসহ প্রমুখ।
আমাদেরবাংলাদেশ ডটকম/রাজু
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম