নিজস্ব প্রতিবেদক।। আশুলিয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন আশুলিয়া থানা কমিটি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম(বিএমএসএফ) এর নেতাকর্মীরা।
বুধবার (২১শে ফেব্রুয়ারি) দুপুর ১২টা ১ মিনিটে আশুলিয়া প্রেস ক্লাবের কেন্দীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তারা। শ্রদ্ধা নিবদেন শেষে সকল ভাষা শহীদদের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন সাংবাদিকরা।
একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যৌথ বিবৃতিতে তারা বলেন”রাজধানীসহ সারাদেশে সাংবাদিকদের ওপর বর্বরোচিত হামলা ও নির্যাতনের ঘটনার স্কীকার দিন দিন বেড়েই চলছে। এ নির্যাতনের স্কীকার হচ্ছেন, সৎ ও নির্ভীক অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদি কলম সৈনিকরাই। সংবাদপত্র চতুর্থ স্তম্ভ হলেও পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকদের নানা হামলা, নির্যাতন ও হয়রানীর স্বীকার হতে হচ্ছে। সাম্প্রতিক সময়ের ঘটনাগুলো গনমাধ্যমের জন্য চরম অশনি সংকেত। এভাবে চলতে থাকলে,মুক্ত গণমাধ্যাম অচিরেই অধিনস্থ হয়ে যাবে। সাংবাদিকদের ওপর অযাচিত আক্রমন,সহিংস ঘটনার বিচারিক তদন্তে দীর্ঘসূত্রতা,বিচারহীনতার সংস্কৃতির কারণে নির্যাতনের ঘটনা কমছে না।
সামাজিক দায়বদ্ধতার প্রশ্নে সাংবাদিকতা একটি মহৎ পেশা,এ কথা আজ নতুন করে বলার অপেক্ষা রাখে না। সাংবাদিকদের উপর কাঙ্খিত এবং অনাকাঙ্খিত সকল নির্যাতনের অবসান ঘটুক,একুশে ফেব্রুয়ারীর এই মহান দিনে সকলের কাছে এই প্রত্যাশা করি”।
উল্লেখ্য,সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালণকালে তারা প্রতিনিয়ত সন্ত্রাসী কর্তৃক ভয়ভিতি হামলা-মামলা এবং নির্যাতিত হয়ে থাকেন। এ ছাড়াও সাংবাদিকরা সব সময় সমাজের কাছে অবহেলিত পাত্র হিসেবে গণ্য হয়ে থাকে। সৎ এবং নির্ভিক সাংবাদিকতায় ঐক্যের কোন বিকল্প নেয়,সে কারণে সকল সমস্যার সমাধান খুঁজতেই” বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ)”।
পুষ্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন আশুলিয়া থানা বিএমএসএফ এর সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম রাজ,সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন,কেন্দ্রীয় কমিটির সদস্য ও আশুলিয়া থানা বিএমএসএফ এর কার্যকরী সদস্য মোঃ ইউসুফ আলী খান,আশুলিয়া থানা বিএমএসএফ এর সাংগঠনিক সম্পাদক মোঃ শাহাদাত হোসেন সরকার,কেন্দ্রীয় কমিটির আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও আশুলিয়া থানা কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ আলী হোসেন, আশুলিয়া থানা কমিটির তথ্য বিষয়ক সম্পাদক নয়ন মিয়া,সদস্য বজলুল বহমানসহ প্রমুখ।
এবিডি.কম/রাজু