
বজলু আশুলিয়া প্রতিনিধি।। সাভার-আশুলিয়ায় হিন্দুদের নিরাপত্তায় ঢাল হিসেবে বিএনপি থাকবে বলে মন্তব্য করেন বিএনপির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ও ঢাকা-১৯ এর মনোনিত সংসদ সদস্য প্রার্থী ডা: দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।
রবিবার (২৩ নভেম্বর) বিকেলে আশুলিয়ার নয়ারহাট গণবিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এসময় তিনি বলেন,আমাদের ভুলে গেলে চলবে এ অঞ্চলের অর্ধেক ভোটার নারীরা। নারীদের কাছে ভোট চাইতে নারীরা যাবে এবং পুরুষদের কাছে ভোট চাইতে যাবে পুরুষরা। ভোটারদের কাছে যেতেই হবে এবং ধানের শীষের জন্য সবার কাছে ভোট প্রার্থনা করতে হবে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ডা: সালাউদ্দিন বাবু আরও বলেন,মাদক এ অঞ্চলের একটি ব্যধি হিসেবে রয়েছে। মাদক নির্মূলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাথালিয়ার মাদক নিয়ন্ত্রণে বিএনপি নেতা-কর্মীদের কাজ করতে হবে। পাথালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সোবহানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আমিনুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,ঢাকা জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শাহ মাইনুল হোসেন বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ দেওয়ান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,আশুলিয়া থানা বিএনপির সাধারন সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল গফুর মিয়া,সাভার থানা বিএনপির সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈনুদ্দিন বিপ্লব,আশুলিয়া থানা যুবদলের সাবেক সভাপতি রকিব দেওয়ান রকি,ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর আলম মন্ডল,ইয়ারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো: আব্দুল হাই আল হাদি,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার,আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমান মাষ্টার, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মোবারক হোসেন,পাথালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জহিরুল ইসলাম, আশুলিয়া থানা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রশিদসহ প্রমুখ।
এবিডি.কম/জাহাঙ্গীর
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম