বজলু রহমান আশুলিয়া প্রতিনিধি।। আশুলিয়া থানার মধুপুর এলাকায় মৌ এন্টারপ্রাইজ (মুদি দোকান) ও অটোবাইক গ্যারেজ হামলা চালিয়ে অটো গাড়ীর ১০টি ব্যাটারী ১৫টি মটর ফ্রিজ,সিসি ক্যামেরা,লাইট,ফ্যান ও নগদ অর্থসহ প্রায় ৩/৪ লাক্ষ টাকার মালামাল চুরি করে নিয়েছে সন্ত্রাসীরা। এ ঘটনায় দোকানের দুই কর্মচারী মোমিনও ইব্রাহীম গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর )সকালে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার এস আই আনোয়ার হোসেন। এসময় তিনি বলেন গতকাল ১০ নভেম্বর রাতে আশুলিয়ার থানার মধুপুর উত্তরপাড়া এলাকায় এ ঘটনা ঘটেছে বলে রাতে ভুক্তভোগী মোঃ কুদ্দুস আলী খান বাদী হয়ে আশুলিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী ও অভিযোগের ভিত্তিতে জানা যায়, গতকাল ১১ নভেম্বর রাতে । মোঃ জহিরুল ইসলাম (৪৮) পিতা আলী হোসেন প্রমানিক,গ্রাম মধুপুর উত্তরপাড়া,থানা আশুলিয়া জেলা ঢাকা। ২। হাবিবুর রহমান (৫০) পিতা আলী হোসেন প্রমানিক,গ্রাম মধুপুর উত্তরপাড়া,থানা আশুলিয়া জেলা ঢাকা। ৩। মোঃ তাহের (৪৬) পিতা- আলী হোসেন প্রমানিক, গ্রাম মধুপুর উত্তরপাড়া,থানা আশুলিয়া জেলা ঢাকা। ৪। মোঃ নাজমুল হোসেন (৪২)পিতা-মৃত হাসু প্রমানিক, গ্রাম মধুপুর উত্তরপাড়া,থানা আশুলিয়া জেলা ঢাকা।৫। মোঃ আলীম (৪০) পিতা-মোঃ আলী হোসেন প্রমানিক, গ্রাম মধুপুর উত্তরপাড়া,থানা আশুলিয়া জেলা ঢাকা। ৬। নজরুল ইসলাম (৩৬) পিতা মৃত হাসু প্রমানিক,গ্রাম মধুপুর উত্তরপাড়া,থানা আশুলিয়া জেলা ঢাকা। এছাড়া অজ্ঞাতনামারা মিলে অতর্কিত হামলা চালায়।
এসময় দোকানে ছিলেন দুই কর্মচারী মোমিন ও ইব্রাহীম। জহিরুল ইসলাম এর পোষা সন্ত্রাসী বাহিনীরা তাদের ঘিরে ধরে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে কিল,ঘুষি ও বেধম মারধর করে গুরুতর আহত করে। তাদেরকে দোকান থেকে বের করে দিয়ে হামলাকারীরা দোকান ভাংচুর করে। হামলা চালিয়ে অটোবাইক গ্যারেজ অটো গাড়ীর ১০টি ব্যাটারী ১৫টি মটর,২টা ফ্রিজ,৬টা সিসি ক্যামেরা,লাইট,ফ্যান ও নগদ অর্থসহ প্রায় ৩/৪ লাক্ষ টাকার মালামাল চুরি করে নিয়ে চলে যায়।
উক্ত বিষয়ে দোকান মালিক মোঃ কুদ্দুস আলী খান বলেন,বিবাদীরা বিগত আওয়ামী লীগ সরকারের সময় দলীয় প্রভাব দেখাইয়া এলাকায় নানা ধরনের অপরাধ করিয়া বেড়াইত। এছাড়া জহিরুল এর নেতৃত্বে তার দুই ভাই এলাকায় মাদকদ্রব্য বিক্রি কর। আমার দোকানে সিসি ক্যামেরা থাকায় তাদের অসুবিধার কারণে আমার পরে আরো বেশি ক্ষিপ্ত তারা,তারই ধারাবাহিকতায় গতকাল সন্ধ্যা অনুমান ৭টার সময় আমি আমার অটোবাইক গ্যারেজ ও মুদি দোকান এর সামনে গেলে মোঃ জহিরুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী এসে আমাকে ঘিরে ধরে এবং সকলে দা,লাঠিসোঠা,ছোরা,রড দেশীয় অস্ত্রসস্ত্র নিয়া দলবদ্ধ অবস্থায় আসিয়া পূর্ব পরিকল্পিত ভাবে আমার উপর হামলা করে। এছাড়া সন্ত্রাসীরা জহিরুল ইসলাম আমাকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়। হামলা ও ভাংচুরের ঘটনা আমরা আতংকিত। হামলাকারীরা পুনরায় আবার আমাকে হত্যার হুমকি দেয়। এ ঘটনা বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছি।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান এর কাছে জানতে চাইলে তিনি বলেন,অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এবিডি.কম