আবু সাইদ বিশেষ প্রতিনিধি ।। আশুলিয়া থানার বগাবাড়ী এলাকায় র্যাবের অভিযানে চালিয়ে ছিনাতাই চক্রের মূল হোতা মাসুদ রানাসহ ৪ সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪।
বুধবার (১২ মার্চ) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৪,সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান। এসময় তিনি বলেন গতকাল মঙ্গলবার রাত ৮ টা ৩০ মিনিটের আশুলিয়ার বগাবাড়ী বাসস্ট্যান্ডের একটি খাবার হোটেল থেকে তাদের-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামি হলো: (১) .মাসুদ রানা (৩৫)পিতা মো: হাসান,গ্রাম তিউসিড়ী,থানা সদর,জেলানেত্রকোনা। বর্তমান ঠিকানা বগাবাড়ী বাজার (আমজাদ হোসেন এর বাড়ীর ভাড়াটিয়া)। (২) মো: বিপ্লব ইসলাম,পিতা মো.রফিকুল ইসলাম,থানা অলিপুর,জেলা কুড়িগ্রাম। (৩) আল আমিন শেখ (২৫) পিতা এলাহী শেখ,থানা ভালুকা,জেলা ময়মনসিংহ।(৪) জহির (৪৪) পিতা কেসমত থানা গজারিয়া সরিষাবাড়ী জেলা জামালপুর।
র্যাব-৪ জানান,আশুলিয়ার বাগাবাড়ী বাজারস্থ এলাকায় চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে মফিজ শেখ নামে এক দোকানি-কে ছিনতাই করা চেষ্টা করে। তিনি ফুটপাতে দোকান করে জীবিকা নির্বাহ করে। কাজ শেষে বগাবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় শান্তা হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে পৌছালে ছিনতাই’রা তাকে ঘিরে ধরে এবং জোর করে চেতনা নাশক ঔষধ মিশ্রিত চা সদৃশ্য খাওয়ানোর চেষ্টা করে।
এসময় ঐ ব্যাক্তির সন্দেহ হলে তার ডাক চিৎকারে আশে পাশের লোকজন জড়ো হয়। তখন আমাদের ভাসমান র্যাব টহল ঘটনাস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় সে ব্যক্তি র্যাবের সহায়তা প্রার্থনা করলে তাৎক্ষণিক স্থানীয় লোকের সহায়তায় ছিনাতাই কারীদের আটক এবং তল্লাশী করে পরিহিত প্যান্টের পকেট হতে চেতনা নাশক ঔষধ সদৃশ্য ৪.৯ গ্রাম, একটি বোতলে চা সদৃশ্য দ্রব্য এবং ছিনতাইকারী দলের মূল হোতাসহ ৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
এবিষয়ে র্যাব-৪, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর জালিস মাহমুদ খান বলেন,র্যাব-৪ সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও মাদকবিরোধী অভিযানের পাশাপাশি খুন,চাঁদাবাজি,চুরি,ডাকাতি ও ছিনতাই চক্রের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে জোড়ালো তৎপরতা অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় গতকাল বগাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী দলের মূল হোতাসহ ৪ জন সদস্য’কে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি আরও বলেন তারা দীর্ঘদিন হতে ঢাকা ও আশুলিয়ার আশে পাশে চেতনা নাশক ঔষধ প্রয়োগের মাধ্যমে জনগনের কাছ থেকে মূলবান দ্রব্য সামগ্রী ছিনতাই করে আসছিল। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন
এবিডি.কম/শিরিন আলম