আবু সাইদ বিশেষ প্রতিনিধি।। আশুলিয়ায় মিম (২১) নামে এক তরুণীকে কুপিয়ে হত্যার পর আত্মহত্যা করেছেন তার সাবেক স্বামী। মিমের গ্রামের বাড়ি নওগাঁ জেলার বদরগাছী থানার খোকসাবাড়ি এলাকায়। ঘাতক সাবেক স্বামী মো. নাইম মিয়া নাটোর জেলার সদর উপজেলার মকিনপুর এলাকার জালাল উদ্দীনের ছেলে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে আশুলিয়ার কাইচাবাড়ি এলাকার গফুর মন্ডলের বাড়ির দ্বিতীয় তলার একটি কক্ষে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, দেড় বছর আগে মিম ও নাইমের তালাক হয়ে যায়। এরপর নাইম আরেকটি বিয়ে করলেও মিমকে আবারও বিয়ে করার জন্য চাপ প্রয়োগ করতো। এসব নিয়ে প্রায়ই রাস্তাঘাটে মিমকে বিরক্ত করতো। এরই জেরে আজ দুপুরে নাইম মিমের ভাড়া বাসায় আসেন। সেখানে তাদের মধ্যে তর্কবিতর্কের এক পর্যায়ে হাতাহাতি হয়। এক পর্যায়ে মিমকে ছুরিকাহত করে হত্যার পর নিজেও আত্মহত্যা করেন নাইম।
উক্ত বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ এর কাছে জানতে চাইলে তিনি আমাদেরবাংলাদেশ ডটকম বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। মরদেহ দুটোর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
এবিডি.কম/সিয়াম
সম্পাদকীয়,বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : ৩৮/১, আরামবাগ,মতিঝিল-ঢাকা-১০০০
যোগাযোগ: মোবাইল ০১৭১৩-৩৩২১৫৯- ০১৩১৮-৬৮০৩৮১
আমাদেরবাংলাদেশ. ডট কম